সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

    ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

    ইরান আরো কয়েক রকমের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ইরানের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানের ইমাম খোমেনী ঈদগাহে আয়োজিত প্রদর্শনীতে এসব সামরিক সরঞ্জাম উন্মোচন করা হয়।
    বুধবার উন্মোচিত সামরিক অর্জনের সফলতার মধ্যে রয়েছে কামান-১২ ড্রোন যা ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে উড়তে পারে। এ ড্রোন একটানা আকাশে উড়তে পারে ১০ ঘণ্টা। ড্রোনটি ১০০ কেজি বোমা বহন করতে পারে।
    এছাড়া, শাহেদ-১২৯ ও সায়েকে-২ ড্রোন উন্মোচন করা হয়। এর মধ্যে শাহেদ-১২৯ ড্রোন চারটি সাদিদ স্মার্ট বোমা ও সায়েকে-২ ড্রোন চারটি গাইডেড বোমা বহন করতে সক্ষম। এসব ড্রোনের পাশাপাশি আরকিউ-১৭০ এবং মোহাজের-৬ ড্রোন প্রদর্শন করা হয়েছে। মোহাজের ড্রোন কয়েকটি কায়েম ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।
    ড্রোনের পাশাপাশি ইরানি সামরিক বাহিনী আখগার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০ কিলোমিটার এবং ৬০০ কিলোমিটার বেগে ছুটে চলতে পারে। এছাড়া, প্রথমবারের মতো জাহাজ-বিধ্বংসী শাহীন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !