সেই গণধর্ষণের ঘটনায় আরও ৩ জন গ্রেফতার, মামলা ডিবিতে হস্তান্তর
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূকে ধানের র্শীষে ভোট দেওয়ায় গণধর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রবিবার সন্ধায় মামলাটি তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা সংস্থায় ( ডিবি) হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ইলিয়াছ শরীফ।
এদিকে গ্রেফতারকৃত ১০ আসামির মধ্যে ৭ জনের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল ২ নং আমলি আদালতে এজাহারভুক্ত ৭ আসামির প্রত্যেকের বিরুদ্ধে ৭ দিন করে রিমান্ডের আবেদন করলে রবিবার দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবমিতা গুহ প্রত্যেক আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ৭ আসামি হলেন ঘটনার মূল ইন্ধনদাতা রুহুল আমিন, হাসান আলী বুলু, সোহেল, স্বপন, বাদশা আালম ওরফে বাসু ওরফে কুড়াইল্যা বাসু, বেচু ও জসিম।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.