ব্রাজিলের বাঁধ ধসে এখনো নিখোঁজ কয়েকশ মানুষ
ব্রাজিলে খনির বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ আছেন ৩ শতাধিক মানুষ। নিহতের মধ্যে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, শুক্রবার দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ঘটনার পর দ্রুত অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা।
এ সময় ১৭০ জনকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে, এবং ২৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধসে যাওয়ার ফলে বহু মানুষ এখনো কাদায় নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা বলছে নিখোঁজদের বেঁচে থাকার আশা খুব ক্ষীণ।পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রেসিডেন্ট জেয়ার বলসেনারো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র- বিবিসি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.