রামমন্দির ইস্যু: ‘হিন্দুরা চাইছে দুধ, মোদি সরকার দিচ্ছে গরুর ছবি’
রামমন্দির নিয়ে ফের একবার কেন্দ্রকে টার্গেট করে মন্তব্য ছুঁড়ে দিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি প্রবীণ তোগাড়িয়া৷ তিনি বললেন, রামমন্দির নিয়ে সরকারের পদক্ষেপ ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতির মতোই৷
নবভারত টাইমস্-এ প্রকাশিত খবর অনুযায়ী, বিএইচপি-র কার্যকরী অধ্যক্ষ অলোক কুমার আদালতে কেন্দ্রের দায়ের করা পিটিশন নিয়ে বলেন, বিতর্কিত জমি নিয়ে ফয়সালা হলে তবেই সমগ্র বিবাদের অবসান হবে৷ এর জন্য তারা সচেষ্ট বলেও জানা তিনি৷ অলোক কুমার জানান, যে জমি নিয়ে কেন্দ্র পিটিশন দাখিল করেছে তার ওপর ২৬ বছর ধরে স্টে অর্ডার রয়েছে৷
অন্যদিকে প্রাক্তন বিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়া একে কেন্দ্রের ১৫ লক্ষ প্রতিশ্রুতি হিসেবেই দেখছে৷ তিনি বলেছেন, হিন্দুরা সেই জমি চাইছে যেখানে রাম বিরাজমান, আর সরকার সেই জমির কথা বলছে যা তার সংলগ্ন৷ এই বক্তব্য পেশ করে সমগ্র বিষয়টিকে তিনি একটি উদাহরণ টেনে কটাক্ষ করে বলেন, হিন্দুরা দুধ চাইছে, আর সরকার কাগজে গরুর ছবি এঁকে দিয়ে দিচ্ছে৷ তিনি আরও বলেন, সরকার যদি হিন্দুদের জন্য সত্যিই চিন্তিত তাহলে আইন কেন প্রণয়ন করছে না৷
প্রসঙ্গত, মঙ্গলবার রামমন্দির ইস্যুতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার৷ অযোধ্যায় রাম-জন্মভূমির বিতর্কিত জমি বাদ দিয়ে বাকি জমি ব্যবহারের অনুমতি চায় কেন্দ্র। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মর্মেই আবেদন জানিয়েছে মোদী সরকার৷
২০১৩ সালে রামজন্মভূমি নিয়ে এলাহবাদ হাইকোর্ট রায় দেয়। সেই রায় অনুযায়ী, অবিতর্কিত ৬৭ একর জমির উপরও স্থিতাবস্থা জারি করা হয়েছে। কিন্তু ওই জমির মধ্যেও আবার বিতর্কিত অংশ রয়েছে ২.৭৭ একর৷ কেন্দ্রের মোদী সরকার মনে করে, অবিতর্কিত জমির অংশ বিশেষ রামজন্মভূমি ন্যাসকে দেওয়া হোক। সেই অনুমতিই রিট পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্টের কাছে চাওয়া হয়েছে তেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্র মনে করে, অবিতর্কিত জমির ৬৭ একরের উপর স্থিতাবস্থা বজায় রাখার প্রয়োজন নেই। তাই ওই স্থিতাবস্থা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে৷
সূত্র- কলকাতা ২৪
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.