যেভাবে কমাবেন তরকারির অতিরিক্ত ঝাল ও হলুদ
তরকারিতে হঠাৎ করে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে মরিচ বা হলুদের গুঁড়া পড়ে যেতেই পারে। এতে চিন্তার কিছু নেই। কয়েকটি পদ্ধতি জেনে রাখলেই তরকারিতে বেশি পড়ে যাওয়া হলুদ ও মরিচের পরিমাণ কমানো যাবে। কীভাবে বাড়তি হলুদ ও মরিচের পরিমাণ কমাবেন দেখে নিন-
- সবজির তরকারি হলে পেঁয়াজ কুচি দিতে পারেন। পাশাপাশি অন্যান্য সবজিও দেয়া যায় একটু বেশি পরিমাণে।
- কয়েক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দিন তরকারিতে।
- সয়াসস দিন। কমবে বাড়তি ঝাল ও হলুদ।
- ঝোলের তরকারি হলে কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিতে পারেন।
- কয়েকটি বাদাম একসঙ্গে বেটে দিয়ে দিন তরকারিতে।
- তরল দুধ দিলেও কমে হলুদ ও ঝাল।
- টক দই ছেঁকে দিয়ে দিন। তরকারির পরিমাণ ও স্বাদের ওপর নির্ভর করছে কতোটুকু দই দেবেন।
- কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন ঝাল ও হলুদের পরিমাণ সহনীয় পর্যায়ে আনার জন্য।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.