সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জানুয়ারি ০৮ খেলবে ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রংপুর রাইডার্স


    অাগামী কাল ৮ জানুয়ারী শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টা ৩০ মিনিটে খলবে  সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস বনাম মাহমদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। 

    প্রতিপক্ষ হিসেবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ১টি জয় নিয়ে বেশ এগিয়ে থাকলেও  মাহমদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানসও এখেলাতে ঢাকা ডায়নামাইটস কে ছাড় দেবেনা। জয়ের জন্য এবার খুলনা টাইটানস বেশ মরিয়া। অাগামী কালের খেলার মাঠে দু দলের চূড়ান্ত পারফর্মেন্সই তা দেখা যাবে । তবে বলা বাহুল্য দু দলই জয়ের ব্যাপারে অাশাবাদী। 


    অপর দিতে বিকার ৬ টা ২০ মিনিটে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম মাশরাফি বিন মরতুজার রংপুর রাইডার্সের। 

    প্রতিপক্ষ হিসেবে তামিমের কুমিল্লা বেশ অাত্মবিশ্বাসী। গত ০৬/০১/১৯ তারিখে তার বেশ রোমাঞ্চক জয় নিয়ে তামিম ইকবালের কুমিল্লা ফুর ফুরে মেজাজে অাছে। অন্য মাশরাফির রংপুর রাইডার্সের খেলোয়ারা এক  হার ও এক জয় নিয়ে তারাও জয়ের ব্যাপারে অাশাবাদী। রংপুর রাইডার্সের খেলোয়ারদের শুরুটা হার দিয়ে হলেও তারা খুলনাকে হারিয়ে জয়ের ব্যাপারে অাশাবাদী। ফলাফর দেখার জন্য তাই সবাইকে কাল পর্যন্ত অপেক্ষ করতে হবে। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !