ছেলেকে নিতে এসে পুড়ে লাশ বাবা-মাসহ ৩ জন
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রবিউল আজম জানান, প্রবাসী ছেলে স্বপনকে এগিয়ে আনতে সকালে মাইক্রোবাসে কুমিল্লা থেকে চট্টগ্রাম এয়ারপোর্ট যাচ্ছিলেন বাবা-মাসহ অন্যরা।
পথে মীরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ভস্মীভূত হয় মাইক্রোবাস।
দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা-মাসহ তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ থানার কমলনগর গ্রামের আবদুর রহমান (৬৫), কুনছুম আক্তার (৫৫) এবং মাইক্রোবাসের চালক রুহেল আহমেদ (৪৬)।
আহত হয়েছেন ওই দম্পতির আরেক ছেলে আবুল কালাম এবং প্রবাসী স্বপনের দুই ছেলে শিশু রাশেদ ও মালেক। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, মীরসরাই ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর দগ্ধ দুই শিশুসহ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি জানান, বিস্ফোরণে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আহতদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
ঢাকা : রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজে মঙ্গলবার সন্ধ্যায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. বাচ্চু মিয়া (৬০) ও তার ছেলে জুবায়ের মিয়া (২৬) এবং অপর যাত্রী সৈয়দ আহমেদ (২৮)।
তারা সবাই অটোরিকশার যাত্রী। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ রাত পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত বাচ্চু মিয়ার ভাই লিটন মিয়া যুগান্তরকে বলেন, তাদের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিমনগরে।
অসুস্থ ছেলে জুবায়েরকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার বাবা। নিহত অপর ব্যক্তি সৈয়দ আহম্মেদের জেনারেটর ব্যবসা ছিল। তিনি কদমতলী মডেল টাউন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
এদিন দুপুরে যাত্রাবাড়ীতে তেলবাহী লরির ধাক্কায় রুবেল চৌকিদার (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রুবেল বিভিন্ন দোকানে রং সাপ্লাই দিতেন। তার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বেপারিকান্দি গ্রামে।
তার বাবার নাম আবদুল জব্বার। এ ছাড়া খিলগাঁও কমিউনিটি সেন্টারের ঢালে মোটরসাইকেলের ধাক্কায় রাজ্জাক বেপারি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।
খুলনা : সরকারি বিএল কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পাল (৫৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ফুলতলা উপজেলার দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
কিশোর কুমার পাল বাগেরহাটের রামপাল উপজেলার গিলেতলা বাজার এলাকার মৃত কিরণ চন্দ্র পালের ছেলে। স্থানীয়রা জানান, ট্রাকটি যশোর থেকে খুলনার দিকে আসছিল। দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিশোর কুমার পাল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়া : শহরে যাত্রীবাহী বাসচাপায় নাসরিন (১৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে জেলা সদরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসরিন জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের জহির মিয়ার মেয়ে। তিনি জেলা সদরের নাটাই এলাকায় এক আÍীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ ঘটনায় হোসনা বেগম নামে আরেক পথচারী আহত হয়েছেন।
রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আয়মন হোসেন নামে পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কাঞ্চন-বিরাব সড়কের বিরাব এলাকায় এ ঘটনা ঘটে। সে বিরাব এলাকার কামাল হোসেনের ছেলে ও তারাইল দাখিল মাদ্রাসার ছাত্র।
মেহেরপুর : সড়ক দুর্ঘটনায় আহত তোজাম হোসেন (৫০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত তোজাম সদর উপজেলার উজ্জ্বলপুর হাজীপাড়ার ফণি শাহের ছেলে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজ গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুলাউড়া : মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। কুলাউড়া-ভূকশিমইল সড়কের পশ্চিম মনসুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হল- মাছুমা আক্তার, সীমা আক্তার, ইমন আহমদ, নুরুল আমীন ও সুমাইয়া আক্তার। তাদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ও আগৈলঝাড়া : বরিশালের গৌরনদীতে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ভূরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাহির আহম্মেদ নামে একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে সকালে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ার বাইপাস সড়কে নছিমন উল্টে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র-যুগান্তর
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.