সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ধর্ষণের মামলা করায় ধর্ষিতাকে হত্যা


    ধর্ষণের মামলা প্রত্যাহার করতে অস্বীকার করায় ধর্ষিতাকে অপহরণ ও হত্যা করা হয়েছে। এ অভিযোগে ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।সোমবার ধর্ষিতার বাবা মেহেন্দিগঞ্জ চরপশ্চিম জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মানিক গাজী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

    আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটি সংশ্লিষ্ট থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় অভিযুক্তরা হল চরপশ্চিম জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ফয়সাল আকন, মকবুল বেপারী, হেলাল গাজী, সোহরাব হাওলাদার, বাহাদুর হাওলাদার, লেঙ্গুটিয়া গ্রামের মাইন উদ্দিন মাঝি, কালাম মাঝি, মিজান মাঝি, ফয়সাল হাওলাদার, আসাদ হাওলাদার, ইবরাহিম মাঝি, রিয়াদ, রফিক, রাসেদ, হাসিফ মাঝিসহ অজ্ঞাত ১৫ জন।

    মামলা সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা হওয়ায় বাদীর মেয়েকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে ফয়সাল। এতে ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য বলায় ২০১৭ সালের ২০ ডিসেম্বর বরিশালে এনে গর্ভপাত করানো হয়।পরে বিয়েতে অস্বীকার করায় গত বছর ওই মেয়ে ধর্ষণ মামলা করে। কিন্তু মামলা তুলে নিতে বিভিন্ন সময় তাকেসহ পরিবারকে হত্যার হুমকি দেয় বিবাদীরা। ওই মেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়। এর জের ধরে ৬ ফেব্রুয়ারি ওই মেয়ে রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বের হলে অভিযুক্তরা তাকে অপহরণ করে হত্যা করে। পরে লাশ জাঙ্গালিয়া সুপারি বাগানে ফেলে রাখে।

    সূত্র- যুগান্তর

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !