টুইটারে 'গরু' শব্দটি কেন ব্যবহার করতে পারছেন না ভারতীয়রা?
গরু নিয়ে অনেক বিচিত্র ঘটনা-দুর্ঘটনা এমনকি সহিংসতারও জন্ম হয়েছে ভারতে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ করা হয়েছে। এবার অভিযোগ উঠেছে ভারতীয় টুইটার ব্যবহারকারীদের কোন টুইটে 'cow' (গরু) শব্দটি পাওয়া গেলে তা মুছে দেয়া হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বেশ কয়েকজন ভারতীয় টুইটার ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা টুইটে 'গরু' শব্দটি কোনভাবে ব্যবহার করতে পারছেন না। তবে ভারতের বাইরে থেকে শব্দটি ব্যবহার করা হলে তা দেখতে কোন অসুবিধা হচ্ছে না।
সারা সালভাদর নামক নিউইয়র্ক ভিত্তিক এক সাংবাদিক জেফ বেজোস এর এক টুইট শেয়ার করে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে 'holy cow' লিখেছিলেন। তা তার টুইটার অ্যাকাউন্টের আমেরিকান অনুসারীরা দেখতে পেলেও তার ভারতীয় অনুসারীরা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
এই ধরনের আরো অভিযোগ পর্যবেক্ষণ করার জন্য বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ৩১ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.