দ্রুতই ছড়িয়ে পড়ছে নিউজিল্যাল্ডের দাবানলের আগুন, বিপাকে দমকল বাহিনী!
নিজের শোবার ঘর থেকে থেকে উদ্ধার হয়েছে বলি অভিনেতা মহেশ আনন্দের মরদেহ।গতকাল (৯ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে পশ্চিম আন্ধেরিতে ইয়ারি রোডে অবস্থিত বাড়ি থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। বলিউডে পরিচিত মুখ ছিলেন মহেশ। তার রহস্যময় মৃত্যুতে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলিমহলে। মহেশ আনন্দের এমন মৃত্যুকে আত্মহত্যা বলছেন কেউ কেউ।
এমন ধারণাকে উড়িয়ে দিচ্ছেন না মুম্বাই পুলিশ। তবে ময়নাতদন্তের পরই তার মৃত্যুর রহস্য বের হবে বলে জানিয়েছেন তারা।মহেশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।রিপোর্টের ভিত্তিতেই তার মৃত্যুর রহস্য উদঘাটনে নামবে পুলিশ। ইতিমধ্যে মস্কোতে বসবাসরত মহেশের স্ত্রীকে খবর দেয়া হয়েছে। পুলিশের বক্তব্য, ওই বাড়িতে একাই থাকতেন অভিনেতা মহেশ আনন্দ। তার মদ্যপানের অভ্যাস ছিল।
৫৭ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বলিউডে খল ভূমিকায় অভিনয় করেছেন।গত মাসে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় বলি অভিনেতা গোবিন্দর সঙ্গে ‘রঙ্গিলা রাজা' সিনেমায় শেষ অভিনয় করেছেন তিনি।‘শাহেনশাহ', ‘কুলি নং 1', ‘স্বর্গ', ‘কুরুক্ষেত্র' এবং ‘বিজেতা'র মতো ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয় করেছিলেন মহেশ আনন্দ।অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং সঞ্জয় দত্তের মতো শীর্ষ বলিউড তারকাদের সঙ্গেও কাজ করেছেন মহেশ আনন্দ।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.