গাছে গাছে ‘ভৌতিক আপেল'!
আপেলের চেহারা দেখে বুকের রক্ত শুকিয়ে আসে। এ যেন স্বয়ং কাউন্ট ড্রাকুলার ব্রেকফাস্টের টেবিল থেকে উঠে এসেছে। ভৌতিক সিনেমায় দেখা যায় এমন ফল। যাতে কামড় বসাতে আসে রক্তচোষা ভ্যাম্পায়ার বাদুড়।
জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক আপেল বাগানে ঘটেছে এই ঘটনা। স্পার্টা শহরের কাছে এই আপেল বাগান। এই ‘ভৌতিক আপেল’ প্রথম নজরে আসে স্থানীয় বাসিন্দা অ্যান্ড্রু সিয়েতসেমার। তিনি ফেসবুকে এই আপেলের ছবি আপলোড করলে তা নিয়ে হইচই পড়ে যায়।
আপেলের এমন চেহারা হল কী করে? রসিকতা করে অনেকে বলছেন, এটি রক্তচোষা পিশাচের কাণ্ড। কিন্তু আবহবিদরা যা জানাচ্ছেন, তা মোটেই অতিপ্রাকৃত কিছু নয়। বিশেষজ্ঞদের মতে, এই আপেলগুলি প্রায় পচে আসা। এই সময়ে মিশিগান বরফে ঢাকা। তার উপরে শুরু হয়েছে বৃষ্টি।
এই আবহাওয়ার কারণেই আপেলগুলি ওই রকম চেহারা প্রাপ্ত হয়েছে। গাছের তলা ধরে ধরে ঝাঁকালে আপেলের খোলা গাছে ঝুলছে আর তাদের শাঁস মাটিতে পড়ে যাচ্ছে। শূন্য খোলগুলিকে আরও ভৌতিক দেখাচ্ছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.