প্রকাশ্যে আলিঙ্গন করায় বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীকে শরীয়ত মোতাবেক শাস্তি
ইন্দোনেশিয়ায় বিশ্ববিদ্যালয়ের এক তরুণী ও তার ছেলে বন্ধুকে প্রকাশ্যে ১৭ বার চাবুক মারা হয়েছে। বৃহস্পতিবার দেশটির আচেহ প্রদেশের এক মসজিদের সামনে উঁচু পাহাড়ের ইসলামী শরীয়া অনুসরণ করে এই শাস্তি প্রদান করা হয়। এ সময় বহু মানুষ সেখানে জড়ো হয়ে এই শরীয়া শাস্তি প্রত্যক্ষ করেন। ওই ছাত্র-ছাত্রীর ‘অপরাধ’, তারা নাকি প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গন করেছিলেন। ইহা প্রকাশ্য যেনা বা ব্যাবিচারে পূর্ব ইঙ্গিত।
জানা গেছে, সুমাত্রার এই দ্বীপে জুয়া, মদ্যপান, সমকামিতা ও বিবাহ বহির্ভূত সম্পর্ক রুখতে শরীয়তি আইন চালু করা হয়েছে। ওই সব অপরাধের শাস্তি প্রকাশ্যে চাবুক মারা।
প্রসঙ্গত, এদিন ৪০ বছরের এক পুরুষ ও ৩৫ বছরের এক নারীকেও প্রকাশ্যে চাবুক মারা হয়। ওই চারজনকে চাবুক মারার আগে বেশ কিছুদিন জেলে রাখা হয়েছিল।
সূত্র- বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশেও শরীয়া অাইন প্রচলন করা উচিৎ। তাহলে দেশে অন্তত ধর্ষণ, নারী অপহরণ ও হত্যা কমে যাবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.