সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ১ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রা!

    dhaka-to-chittagong

    ঢাকা চট্টগ্রামের মধ্যে যাতায়াত সুবিধার জন্য উচ্চ গতিসম্পন্ন ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প বস্তবায়িত হলে মাত্র ৫৭ মিনিটে বন্দরনগরী ও রাজধানীর মধ্যে চলাচল করা সম্ভব হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

    সোমবার (৪ জানুয়ারি) সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, নির্মাণ কাজ শুরু করতে বিস্তারিত নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। প্রকল্পটির কাজ ইতিমধ্যে ২১ শতাংশ সম্পন্ন হয়েছে।এর আগে তিনি জানিয়েছিলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে এই ট্রেন সরাসরি চট্টগ্রামে আসবে।মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান মাস্টারপ্ল্যান সম্প্রতি হালনাগাদ করা হয়েছে। যার মেয়াদ ধরা হয়েছে ৩০ বছর (২০১৬-২০৪৫)।

    মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পর লক্ষীপুর, শেরপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই ৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। অবশিষ্ট ভোলা জেলাকেও রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা হবে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !