নতুন রুশ অস্ত্রে অন্ধ হবে শত্রু
রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম আইআরআই জানিয়েছে, নতুন এ অস্ত্র প্রয়োগ করে শত্রুকে সাময়িকভাবে অন্ধ করে দেয়া যাবে এবং নিজ অস্ত্র ব্যবহারে সক্ষমতা হারাবে শত্রু।
এছাড়া শত্রুর দৃষ্টি বিভ্রম ঘটবে, অবাস্তব জিনিস চোখে দেখতে শুরু করবে। পাশাপাশি শত্রুর শুরু হবে বেদম বমি ।‘নন-লেথাল’ বা ‘অ-মারণাস্ত্র’ শ্রেণির এ অস্ত্রের নাম ‘৫পি-৪২ ফিলিন’ বা ‘ইগল-প্যাঁচা।’ এর প্রয়োগে শত্রু প্রাণে মারা পড়বে না কিন্তু যুদ্ধের সক্ষমতা হারাবে।এ অস্ত্র প্রচণ্ড আলোর ঝলকানি সৃষ্টি করবে। বিশেষ করে রাতে লক্ষ্যবস্তু নির্ধারণে মারাত্মকভাবে ব্যর্থ হবে শক্র সেনা। অস্ত্রটি নির্মাণ করেছে রাশিয়ার রুসেলইলেক্ট্রনিকস নামের সংস্থা।
স্বেচ্ছাসেবী সেনাদের ওপর অস্ত্রের পরীক্ষা চালিয়ে দেখা গেছে তারা লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারছেন না। পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৫ শতাংশ স্বেচ্ছাসেবী বলেছেন, তাদের মধ্যে মাথা ঘোরা, বমি বমি ভাবের উপসর্গ দেখা দিয়েছে পাশাপাশি মন সংযোগ বা ঠাণ্ডা মাথায় চিন্তা করার সক্ষমতা হারিয়েছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.