চীন-পাকিস্তানের চিন্তা বাড়াতে ভারতের লক্ষ্য HAROP সুইসাইড ড্রোন
বায়ুসেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে এবার ভারতের লক্ষ্য HAROP সুইসাইড ড্রোন৷ এই সুইসাইড ড্রোন শত্রুর ওপর নির্ভুল নিশানা করে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম৷ উন্নতমানের এই ড্রোনে ইলেক্ট্রো-অপটিক্যাল সেনসর থাকবে৷
সূত্রের খবর, খুব শীঘ্রই একটি উচ্চ-স্তরীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রক এই ড্রোন বায়ুসেনাতে যুক্ত করার বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে৷
এর পাশাপাশি ইজরায়েলের সঙ্গে চিতা প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে৷ এই ড্রোনগুলি যথেষ্ট উন্নতমানের, অত্যাধুনিক৷এর পাশাপাশি দেশীয় কমব্যাট ড্রোন তৈরিতেও জোর দেওয়া হচ্ছে৷ এই প্রোজেক্ট সম্পূর্ণ হলে চীন এবং পাকিস্তান সীমান্তে এগুলি মোতায়েন করা হতে পারে৷ শত্রু ধ্বংসে আমেরিকাও এই ধরণের কমব্যাট ড্রোন ব্যবহার করে থাকে৷
সূত্র- কলকাতা ২৪
সূত্র- কলকাতা ২৪
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.