সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মিয়ানমারে সাজাভোগ শেষে দেশে ফিরবে ৪ বাংলাদেশি নাগরিক

    মিয়ানমারে সাজাভোগ শেষে দেশে ফিরবে ৪ বাংলাদেশি নাগরিক
    মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরবে ৪ বাংলাদেশি নাগরিক। তাদের ফেরত আনতে আগামী বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল মিয়ানমারে মংডু শহরে যাচ্ছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার।

    বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে শরীফুল ইসলাম জোমাদ্দারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলটি স্পিডবোটযোগে টেকনাফ চৌধুরীপাড়া নাফনদী সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হবে। মিয়ানমারের মংডু ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট অভিবাসন কেন্দ্রে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বৈঠকে মিয়ানমার মংডুর ডেপুটি ডাইরেক্টর হটেন লিনেনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত থাকবে। বৈঠক শেষে চার বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে তুলে দেওয়া হবে।

    টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ‘অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছিল মিয়ানমারেরর সীমান্তরক্ষী বাহিনী। সাজাভোগ শেষ হওয়ায় তাদের দেশে ফেরত আনার উদ্যোগ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবশেষে বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।’

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !