Thursday, March 13.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

বলিউডে মিঠুনের ছোট ছেলের অভিষেক

image-156415-1552884827


বলিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর রুপালী পর্দায় অভিষেক ঘটেছে কয়েক বছর আগেই।যদিও বাবার জনপ্রিয়তার ধারেকাছেও যেতে পারেননি তিনি। ‘হন্টেড’ নামের একটি ভৌতিক ছবিতে মিমেরা অভিনয় প্রশংসিত হলেও আর কোনো ছবি সাফল্য এনে দেয়নি তাকে।মিমোর পর এবার বলিউডে অভিষেক হতে চলেছে মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তীর। ইতিমধ্যে নমশি প্রস্তুতির সব কিছু সেরে ফেলেছেন বলে জানা গেছে।

ভারতের জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, বাবা ও বড় ভাইয়ের মতো নমশিও বলিউডে ক্যারিয়ার গড়তে বেশ আগ্রহী। তবে ম্যাগাস্টার বাবার নামকে পুঁজি করতে চান না তিনি।সোজাসাপ্টা ভাষায় নমশি জানান, ‘একক প্রচেষ্টায় ক্যারিয়ার গড়তে চাই। মিঠুনের ছেলে বিষয়টা আমার সাফল্যের পরেই উচ্চারণ হোক।’ তবে বাবার আদর্শকে লালন করেই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তিনি।আর ঠিক সেজন্য সুযোগ পেয়েও তা লুফে নেননি নমশি। অন্যান্যদের মতোই নমশি এখন অডিশন দেওয়া শুরু করেছেন। অভিনয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও নিচ্ছেন।

এবার বড় ভাই মিমোর মতো ফ্লপ না হয়ে বাবার জনপ্রিয়তার কাছাকাছি পৌঁছতে পারেন কি-না নমশি সিনে প্রেমীদের দৃষ্টি সেদিকেই থাকবে নিশ্চিত। এরজন্য যেটা প্রয়োজন, প্রথম ছবিতেই বাজিমাত করা।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1