Tuesday, July 22.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

একটি ডুরিয়ান ফলের দাম ৭৭ হাজার টাকা!

image-140346-1549080320

ফলটির নাম ডুরিয়ান। সাধারণত এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় জন্মায়। ফলটি দেখতে অবিকল কাঁঠালের মতো। কাঁঠালের চাইতেও বেশি গন্ধ এই ফলের।
ফলটির গন্ধ এতই বেশি যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু কিছু অঞ্চলে এটা নিষিদ্ধ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ডুরিয়ান ফল নিয়ে আলোচনা হচ্ছে, তবে গন্ধ নিয়ে নয়, দাম নিয়ে।
এই ফলটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের তাসিকমালায়া সুপার মার্কেটে বিক্রি হয়েছে ১ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়ে ৭৭ হাজার টাকা।
বিক্রি হওয়া ডুরিয়ান ছিল ‘জে-কুইন’ ব্র্যান্ডের। ডুরিয়ানের এ জাতটি সবচেয়ে ভালো মানের বলে জানা গেছে। ইন্দোনেশিয়ায় ডুরিয়ানকে ফলের রাজা বলা হয়।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1