সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ধাঁধা




    ১) এক শালিকের দুই মাথা
    শালিক গেল নিতে গোলপাতা
    গেল শালিক পানিতে ভেসে
    মাঝি ভাই উঠলো হেসে।
    উত্তর: নৌকা
    ২) এক শালিকের তিন মাথা
    দেহ মুখে আঠা।
    বাক্সের ভিতর ফেলি তবু,
    যায় দেশ বিদেশ।
    উত্তর: চিঠির খাম
    ৩) দেখা যায় না গাছটি,
    ফল ধরে বারটি
    পাকলে হয় একটি
    বল তো এটা কি?
    উত্তর: বার মাসে এক বছর
    ৪) ধেয়ানে গোসল ধেয়ানে ভোজন এক সাথে তিন কাজ করে কোনজন?
    উত্তর: মাছরাঙা

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !