ধাঁধা
১) এক শালিকের দুই মাথা
শালিক গেল নিতে গোলপাতা
গেল শালিক পানিতে ভেসে
মাঝি ভাই উঠলো হেসে।
উত্তর: নৌকা
২) এক শালিকের তিন মাথা
দেহ মুখে আঠা।
বাক্সের ভিতর ফেলি তবু,
যায় দেশ বিদেশ।
উত্তর: চিঠির খাম
৩) দেখা যায় না গাছটি,
ফল ধরে বারটি
পাকলে হয় একটি
বল তো এটা কি?
উত্তর: বার মাসে এক বছর
৪) ধেয়ানে গোসল ধেয়ানে ভোজন এক সাথে তিন কাজ করে কোনজন?
উত্তর: মাছরাঙা
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.