ইসরাইলের তৈরি উজি সাব মেশিনগান
এই অস্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইসরায়েলে। কারণ এই উজি সাব মেশিনগানের নকশা করেছেন সে দেশেরই উজিল গাল নামে এক মেজর। এটি সাব-মেশিনগানের নতুন সংস্করণ। এটিতে সংযুক্ত আছে অত্যাধুনিক একটি টেলিস্কোপ। পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত হয়ে এটি বাজারে আসে ১৯৫০ সালে। কয়েক যুগ পেরিয়ে গেলেও এর ব্যবহার এখনো চলছে। বিশেষ করে ফিলিস্তিন সীমান্তে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে এটি এখনো জনপ্রিয়। কারণ দেখতে যেমন এটি আকর্ষণীয়, ওজনে তেমন হাল্কা। সবচেয়ে মজার কথা, অস্ত্রটি তৈরি করেছে ইসরায়েল কিন্তু বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হামাস বাহিনীর কাছে। এমনকি তাদের অস্ত্র তাদের ওপরই ব্যবহার করে হামাস যোদ্ধারা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অত্যাধুনিক মারণাস্ত্রের ভিড়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি। '৯০-এর দশকের শেষের দিকে ভারত ও যুক্তরাষ্ট্রের কিছু সংস্থা হালকা এই রাইফেলটি ব্যবহার করা শুরু করে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.