ঘটতে পারত আরেকটি টাইটানিক ট্রাজেডি, পাথরে ধাক্কা থেকে রক্ষা
১৩০০ যাত্রী নিয়ে নরওয়ের উত্তর-পূর্বের শহর ট্রমসো থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর স্ট্রাভ্যাঙ্গারের দিকে যাচ্ছিল বিশালাকার প্রমোদতরী ভাইকিং স্কাই।উত্তাল সমুদ্রের ঢেউয়ে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এর নাবিকরা। বিদ্যুৎ চলে যাওয়ায় ও ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে অচল এই প্রমোদতরীর নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সমুদ্রের ঢেউয়ের দখলে।এ সময় সমুদ্রের পাথুরে পাহাড়ে গিয়ে আছড়ে পড়ার উপক্রম হয় প্রমোদতরীটি। শেষ মুহূর্তে স্থানীয় এক মৎসজীবীর তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় প্রায় দুঘর্টনায় পতিত প্রমোদতরীটি।
শনিবার (২৩ মার্চ) উপকূলের দিকে ফেরার পথে বড় কোনো দুঘর্টনা থেকে রক্ষা পাওয়ার ঘটনা এভাবেই স্থানীয় সংবাদমাধ্যমকে জানালেন ভাইকিং স্কাইয়ের জ্যান এরিক ফিস্কারস্ট্রান্ড নামের সেই মৎসজীবী।তিনি জানান, জাহাজটির চারটির মধ্যে তিনটি ইঞ্জিন সাময়িক চালু করে এটিকে পাথরের সঙ্গে ধাক্কা খাওয়া থেকে রক্ষা করা হয়। ইতিমধ্যে উদ্ধার অভিযানে যাওয়া পাঁচটি জাহাজের সহায়তায় ভাইকিং স্কাই প্রমোদতরীটিকে তীরে ভেড়ানো হয়েছে।
উদ্ধার হয়েছেন বাকি ৯০০ যাত্রীরা। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হেলিকপ্টারে চড়িয়ে ৩০০ যাত্রীকে উদ্ধার করা হয়।ইতিমধ্যে ভীত যাত্রীদের একজন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে- উত্তাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়া প্রমোদতরীটির যাত্রীদের ভয়ানক পরিস্থিতি।
ভিডিওতে দেখা গেছে, জাহাজটি প্রচণ্ড রকম দুলছে এবং এর ভেতরের আসবাবগুলো এদিক-সেদিক ছড়িয়ে পড়ছে। খাবার টেবিল থেকে বসার সোফা সবই সিনেমার মতো আপনা-আপনি ছুটে বেড়াচ্ছে। যাত্রীদের মাথায় ভেঙে পড়ছে কাঠ। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদেরও দেখা গেছে নিরাপদে কিছু একটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকতে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.