সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ধাঁধা



    ১) এক বৃক্ষে দুই পাতা,
    মিথ্যা নয় ধাঁধা।
    এক পাতা কালো,
    এক পাতা সাদা।
    উত্তর: রাত-দিন
    ২) এক পেটে তিন মাথা,
    মাঝে আগুনের গোলা।
    না বলতে পারলে,
    খেতে হবে কানমলা।
    উত্তর: চুলা বা উনন।
    ৩) এক বেড়ির নাম পার্বতী, নাচতে নাচতে গুণবতী।
    উত্তর: নাটাই।
    ৪) আকাশে উড়ি আমি,
    পাখির আকারে।
    মাছ ধরে যাই আমি
    দৈত্যের রূপ ধরে।
    উত্তর: বক পাখি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !