ভারতের দাবি করা ২২ জায়গায় জঙ্গি শিবির নেই, জানালো পাকিস্তান
পুলওয়ামা হামলায় পাকিস্তানের যোগাযোগ রয়েছে দাবি করে যেসব তথ্যপ্রমাণ ভারত দিয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে পাকিস্তান।পাকিস্তান বিদেশ মন্ত্রালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের ২২টি জায়গায় জঙ্গি শিবির রয়েছে বলে দাবি করেছিল ভারত। সেইসব জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কোনো জঙ্গি শিবির নেই। পাশাপাশি পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদের জেরা করে ওই হামলার সঙ্গে তাদের কোনও যোগসূত্র মেলেনি।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলায় যে তাদের ভূমিকা রয়েছে তা নিজেই স্বীকার করেছিল জইশ-ই-মোহম্মদ। এরপর ২৭ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান দূতাবাসে ৯১ পাতার একটি ডসিয়ার জমা করে। সেখানে পাকিস্তানের ২২ জায়গায় জঙ্গি শিবির থাকার কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে ওই হামলার সঙ্গে বেশকিছু পাকিস্তানি নাগরিকের যোগ থাকার কথা উল্লেখ করা হয়।পাকিস্তানি বিদেশ মন্ত্রালয় জানিয়েছে, তদন্ত চলাকালীন ভারতের দেওয়া প্রতিটি তথ্য পরীক্ষা করে দেখেছে পাকিস্তান। এমনকি পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দারের ভিডিও খুঁটিয়ে দেখা হয়েছে। সন্দেহজনক কোনও কিছুই পাওয়া যায়নি। ভারত চাইলে যেসব জায়গায় তারা জঙ্গি শিবির থাকার কথা দাবি করছে তা ঘুরে দেখতে তাদের অনুমতি দেওয়া হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.