মুম্বই-উত্তর উদ্ধারে কংগ্রেসের ভরসা ঊর্মিলা
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বাই-উত্তর কেন্দ্রে ১৫ বছর পর আবারও তারকা প্রার্থী দিয়েছে কংগ্রেস। এ বার ওই আসনে হাত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বলিউডের 'রঙ্গিলা'-গার্ল খ্যাত অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। ২০০৪ সালে ওই আসন থেকে কংগ্রেস প্রার্থী করেছিল আরেক বলিউড তারকা গোবিন্দকে। তখন গোবিন্দ জয়ী কংগ্রেসের আস্থার প্রতিদান দিয়েছিলেন।
আনন্দবাজার পত্রিকার খবর, রাহুল গান্ধীর সঙ্গে আলোচনার পর গত বুধবার কংগ্রেসে যোগ দেন ৪৫ বছর বয়সী ঊর্মিলা। তিনি জানিয়েছিলেন, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করতেই তাঁর রাজনীতির ময়দানে আসা। তাঁর পরিবার মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহরুর আদর্শে বিশ্বাসী। কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি বলেছিলেন, ‘‘আমি জানি, চলচ্চিত্র তারকারা রাজনীতিতে যোগ দিলে তারা নিজেদের গ্ল্যামার দিয়ে সকলকে কাছে টানতে চান। কিন্তু এ সব ব্যাপার মাথায় আনছি না। ভোট প্রচারে কখনও বলিউডকে টানব না।’’
এদিকে, ঊর্মিলাকে সমর্থন করবে বলে শনিবার জানিয়েছে মহারাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলিও। সংগঠনের এক নেতা বলেন, ‘‘ওঁর বাবা যেভাবে রাজ্যের শ্রমিক আন্দোলনকে সমর্থন করতেন, সে কথা মাথায় রেখেই আমরা ঊর্মিলার পাশে দাঁড়াতে চাই।’’
শনিবার ঊর্মিলা বোরীভেলীতে কংগ্রেস অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। একটি গুরুদ্বারেও যান তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মুম্বই-উত্তর পুনরুদ্ধারে ফের বলিউডের উপরই আস্থা রাখছে কংগ্রেস। ২০০৪ সালে তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী রাম নায়েকের বিরুদ্ধে গোবিন্দকে কংগ্রেস প্রার্থী করেছিল। সেই নির্বাচনে জিতেছিলেন ওই বলিউড তারকা। ২০০৯ সালের ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলেও ওই আসনে জয়লাভ করেছিলেন কংগ্রেসের সঞ্জয় নিরুপম।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.