২৩ মার্চ দায়িত্ব নিচ্ছেন ডাকসু নেতারা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জয়ী নেতারা দায়িত্ব নিচ্ছেন আগামী ২৩ মার্চ। ওই দিন বেলা ১১টায় ডাকসু ভবনে তাদের সাথে মতবিনিময় করবেন ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মতবিনিময় সভা শেষে দায়িত্ব নেবেন ডাকসুর সদ্য নির্বাচিত নেতারা। এছাড়াও একই দিনে হল সংসদের নেতারাও স্ব স্ব হল প্রাধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব নেবেন।
সোমবার সন্ধ্যায় উপাচার্য কার্যালয় সংলগ্ন আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আগামী ২৩ মার্চ বেলা এগারোটায় ডাকসু ভবনে উপাচার্য নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। সভা শেষে দায়িত্ব নিবেন নির্বাচিতরা। ওই দিন থেকে তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে ২৩ মার্চ ১৮টি আবাসিক হলের প্রতিটিতে হল সংসদের নির্বাচিত নেতাদের সঙ্গেও মতবিনিময় সভা হবে। সেখানে তারাও দায়িত্ব গ্রহণ করবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.