সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

    জেব্রা পরিবারে নতুন অতিথি

    গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি এসেছে। রোববার ভোরে জেব্রা শাবকটি জন্ম নেয়। এ নিয়ে বর্তমানে পার্কে ১৫টি জেব্রা হলো।তবে সন্ধ্যা নাগাদ জেব্রা শাবকটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি। সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. আনিছুর রহমান জানান, রোববার ভোরে জেব্রা শাবকটির জন্ম হয়। শাবকটি সুস্থ অবস্থায় মা জেব্রার সঙ্গে রয়েছে।

    এর আগে এই পার্কে আরও চারটি জেব্রা শাবক জন্ম নিয়েছে। এই পার্কে ২০১৭ সালের ১৪ মে, ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি, একই বছরের ৬ মার্চ ও ৬ জুলাই জেব্রা পার্কের আবদ্ধ পরিবেশে বাচ্চার জন্ম দেয়। সদ্যোজাত শাবকটি ছাড়া জেব্রার পালে বর্তমানে ৬টি পুরুষ ও ৮টি স্ত্রী জেব্রা আছে। এ ১৪টির ১২টি প্রাপ্তবয়স্ক। বিভিন্ন সময় আফ্রিকা থেকে জেব্রাগুলো সংগ্রহ করা হয়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !