মসজিদে হামলায় শহীদ ২ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে!
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলায় শহীদ দুই বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত জাকারিয়া ভূঁইয়া এবং ওমর ফারুকের মরদেহ নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রওনা হন স্বজনরা।
মৃতদেহ শনাক্তকরণ ও ভিসা জটিলতাসহ বিভিন্ন কারণে দীর্ঘ বিলম্বের পর তাদের মরদেহ দেশে নিয়ে আসা হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.