হাসতে নেই মানা
মিস্টার জ্যাকি সাহেবের চারটা বাচ্চা।একদিন পত্রিকায় তিনি দেখলেন যে সরকার ঘোষনা করেছে, যার পাঁচটা বা তার বেশি বাচ্চা আছে, তাকে প্রতি মাসে সরকার ২০ হাজার টাকা করে দেবে।ফয়েজ সাহেব তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালেন। একটু আমতা আমতা করে বললেন: তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো?
বৌ: বলো, কিছু মনে করবো না।
মি. ফয়েজ: দেখো, তোমাকে বিয়ে করার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম। সেটা ছিল পালিয়ে কাউকে না জানিয়ে। তো সেই ঘরে আমার একটা বাচ্চা আছে। তুমি বললে আমি ওকে নিয়ে আসবো আর তখন আমাদের পাঁচটা বাচ্চা হয়ে যাবে এবং আমরা মাসে মাসে ২০ হাজার টাকা করে পাবো।
বউ অবাক হলেও মোটেই রাগ করলো না।
বউ: যাও। নিয়ে এসো সুযোগ সময়মত।
তো বাচ্চা নিয়ে ফিরে এসে মিস্টার ফয়েজ দেখলো তার ঘরের দুটো বাচ্চা গায়েব।
ফয়েজ বৌকে জিজ্ঞাসা করলো ব্যাপার কি?
বৌ: যার বাচ্চা সে নিয়ে গেছে। খবরের কাগজ কি তুমি একাই পড়েছো?
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.