দুই ওসিসহ ছয় পরিদর্শক বদলি
দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি সদর দফতরের এক আদেশে তাদের বদলি করা হয়।আদেশে বলা হয়েছে, ডিএমপির দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামানকে কাফরুল থানায়, কাফরুল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসলাম উদ্দিনকে দারুস সালাম থানার ওসি, দারুস সালাম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলমকে কাফরুল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদারকে দারুস সালাম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামানকে ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. শাহজাহান মণ্ডলকে ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
গাঁজা ও হেরোইনসহ আটক ২ : বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ দু’জনকে রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের একটি দল বৃহস্পতিবার বিকালে তাদের আটক করে। আটকরা হল- আবুল বাশার (২৩) ও সেজু মিয়া ওরফে সেজু ড্রাইভার (২৪)।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানার কুড়াতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়।
তল্লাশিকালে মাইক্রোবাস থেকে ৭০ কেজি গাঁজা এবং আবুল বাশারের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট হতে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি। আটকদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.