Tuesday, July 15.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ময়নাতদন্তের সময় লাশের পেটে মিলল ১১ প্যাকেট ইয়াবা

    ইয়াবা

    নিহত যুবকের লাশের ময়নাতদন্তের সময় তার পেট থেকে ১১ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে।শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ওই যুবকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।এসময় হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা লাশের পেট থেকে ১১ প্যাকেট ইয়াবা উদ্ধার করেন।এর আগে শুক্রবার সন্ধ্যায় যুবকটির লাশ মতিঝিল থানা-পুলিশ হাসপাতালে পাঠায়।

    পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির নাম জুলহাস। আনুমানিক বয়স ৩৫ বছর। বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভবানীপুর গ্রামে। বাবার নাম আখতার।ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের সময় এক যুবকের লাশের পেটে ইয়াবার ১১টি প্যাকেট পাওয়া গেছে। একেকটি প্যাকেটে ২০-২৫টি করে ইয়াবা ছিল।মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, শুক্রবার ভোরে মতিঝিলের বিশ্বাস টাওয়ারের সামনে অসুস্থ অবস্থায় পড়ে ছিল ওই যুবক। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে পাঠায়। বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ওসি বলেন, ধারণা করা হচ্ছে জুলহাস মাদক ব্যবসায়ী ছিলেন। পাচারের উদ্দেশে হয়তো তিনি এসব ইয়াবা বড়ি পেটে বহন করছিলেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !