সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বাচ্চার ঠিকঠাক খেয়াল রাখছেন তো!

    বাচ্চার ঠিকঠাক খেয়াল রাখছেন তো!

    বাবা-মার ঘনিষ্ঠ সান্নিধ্যেই শিশুর সামগ্রিক মানসিক-চারিত্রিক বিকাশ নির্ভর করে বলে বিশেষজ্ঞদের মত। তাই সারাদিন শিশু কী করছে, ঠিকমতো খেলো কিনা এসব ব্যাপারে মনোযোগ রাখা জরুরি। শিশুর সামগ্রিক বিকাশের লক্ষ্যে যেসব বিষয়ে লক্ষ্য রাখা জরুরি সেগুলো হলো :
    ১. স্কুলের বিষয়কে বাচ্চারা সাধারণত বেশি প্রাধান্য দিয়ে থাকে। এক্ষেত্রে তারা সবসময় স্কুলের ৩ জন ভালো বন্ধুর কথা বলে থাকে। এমনকি অপছন্দের ৩টি জিনিসের কথাও বলতে ভোলেন না তারা। তাই এ সময় মায়েদের কাজ হলো স্কুল থেকে আসার পর বাচ্চাদের এসব বিষয়ে জিজ্ঞাসা করা।
    ২. বাসে ভ্রমণের সময় খারাপ লাগছে কিনা তা জিজ্ঞাসা করা।
    ৩. স্কুলে সে আজ কি কি ব্যায়াম বা শরীরচর্চা করেছে তা জানা।
    ৪. সে কোন ৩টি ভালো কাজের পাশাপাশি কোন ৩টি খারাপ কাজ করেছে।
    ৫. গতকালের চেয়ে আজ সে ভালো কোন কাজটি করেছে?
    ৬ . স্কুলে কে তাকে আনন্দ দিয়েছে? কার আচরণে সে অনেক কষ্ট পেয়েছে?
    ৭. তার বন্ধুরা আজ কে কী নাস্তা করেছে?
    ৮. সে আজ স্কুলে নতুন কি শিখেছে। এটা হতে পারে- একটি শব্দ, একটা গল্প, তার বন্ধু ও নিজের সম্পর্কে।
    ৯. ভালো কোনো কাজ করায় সে আনন্দিত কি না?
    ১০. বাবা ও মায়ের কোন কাজটি তার ভালো লাগেনি।
    এসব প্রশ্ন করে আপনি যে সন্তানের ব্যাপারে শুধু খোঁজ নিলেন তা নয়, বরং এর মধ্য দিয়ে অনেক বিষয়ে তাদের মধ্যে শেখার ও জানার আগ্রহ বেড়ে যাবে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !