টিকটকে পর্নোগ্রাফি, বন্ধের নির্দেশ আদালতের
টিকটক অ্যাপের কন্টেন্ট বাচ্চাদের জন্য ক্ষতিকারক। এর মাধ্যমে স্কুলশিক্ষার্থীরা অনলাইনে অজানা-অপরিচিত মানুষের সামনে নিজেদের তুলে ধরছে এছাড়া এর কিছু ক্ষেত্রে পর্নোগ্রাফির ইঙ্গিত রয়েছে-এমন সব কারণ দেখিয়ে ভারত সরকারকে এই অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুভাকরণ ও বিচারপতি এসএস সুন্দর বাচ্চাদের মধ্যে টিকটকের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
১৮ বছরের কমবয়সীদের মধ্যে সাইবার ক্রাইম-এর প্রবণতা কমাতেই টিকটক অ্যাপের ব্যবহারে বিধি-নিষেধ আনতে চাইছেন আদালত। এই অ্যাপের মাধ্যমে তৈরি কোনো ভিডিও সংবাদমাধ্যম সম্প্রচার করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন আদালত।বিচারপতি এন কিরুভাকরণ ও বিচারপতি এসএস সুন্দর দাবি করেন, টিকটক ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে নতুন প্রজন্মের একাংশ। শিশু নিগ্রহ থেকে শুরু করে পর্নোগ্রাফি বাড়ছে টিকটকের কারণে। এর কারণে তরুণ প্রজন্মের একাংশ অবক্ষয়ের দিকে এগোচ্ছে বলেও দাবি আদালতের।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.