কংগ্রেসের মূল এজেন্ডা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা: মোদি
ভারতের বিরোধী দল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারকে ছল-চাতুরীর দলিল আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাদের মূল এজেন্ডা হচ্ছে, আমাকে ক্ষমতা থেকে হটিয়ে পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করা।তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকদের সঙ্গে আলোচনা পছন্দ করে তারা। কংগ্রেসের সঙ্গীরা কাশ্মীরের আলাদা প্রধানমন্ত্রী চাইছে।শুক্রবার উত্তর প্রদেশে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অন্যদিকে মহারাষ্ট্রের নাগপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, তার দল ক্ষমতায় গেলে রাফায়েল কেলেঙ্কারি নিয়ে তদন্ত হবে। ‘চৌকিদার’কে জেলে যেতে হবে।প্রসঙ্গত, নরেন্দ্র মোদি নিজেকে চৌকিদার বলে দাবি করেছেন।আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। সাত দফায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.