নিলামে নেপোলিয়নের প্রেমপত্র
১৭৯৬ থেকে ১৮০৪ সালের মধ্যে স্ত্রী জেসোফিনকে লেখা নেপোলিয়নের ৩টি প্রেমপত্র ৫ লাখ ১৪ হাজার ইউরো বা ৫ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। চ্যানেল নিউজ এশিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড।১৭৯৬ সালে ইতালি অভিযানের সময় এ ফরাসি নেতা এক চিঠিতে জেসোফিনের উদ্দেশে লেখেন, ‘তোমার কাছ থেকে কোনো চিঠি আসে না আমার প্রিয় বন্ধু। তোমাকে নিশ্চয়ই মিষ্টি কিছু ঘিরে রেখেছে, যার প্রভাবে তুমি তোমার স্বামীকে ভুলে গেছে।
যেই স্বামী তার সব কাজেই তোমাকে ভাবে, তোমাকে চায়।’ এ ইতিহাসকেন্দ্রিক নিলাম পরিচালনা করে ফরাসি নিলামঘর আদের এবং অ্যাগুটস। তারা এ চিঠি ছাড়াও একটি বিরল এনিজমা এনক্রিপশন মেশিন নিলাম করে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ব্যবহার করেছিল। এটি ৪৮ হাজার ইউরোতে বিক্রি হয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.