নির্বাচনী প্রচারে গিয়ে ‘নাগিন ড্যান্স’ দিলেন মন্ত্রী
ভারতের এবারের লোকসভা নির্বাচন নানা কারণেই বেশ আলোচিত। নির্বাচনী প্রচারে প্রতিপক্ষকে ঘায়েল করতে বাঘা বাঘা নেতারা একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে জড়াচ্ছেন। প্রতিপক্ষের ব্যক্তিগত আক্রমণের শিকারও হচ্ছেন অনেকে। এমনকি টিভি টকশো প্রতিপক্ষকে পানিভর্তি গ্লাস ছুড়ে মারার ঘটনাও ঘটেছে।আবার নির্বাচনী প্রচারে নানা বৈচিত্র্যও দেখা গেছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটিতে। এমন একটি ঘটনা ঘটেছে কর্নাটকে। মঙ্গলবার দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে গিয়ে নাগিন নাচন নেচেছেন কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার কর্নাটকের চিক্কাবল্লাপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ভিরাপ্পা মোঈলির হয়ে প্রচারে অংশ নেন কর্নাটক প্রাদেশিক সরকারের আবাসনবিষয়ক মন্ত্রী এমটিবি নাগরাজ। কর্মী-সমর্থকদের নিয়ে নিজ দলের প্রার্থীর পক্ষে বেঙ্গালুরুর থেকে ২৭ কিলোমিটার দূরে একটি এলাকায় প্রচারে যান তিনি। পথে শুনতে পান একসময়ের জনপ্রিয় হিন্দি ছবি ‘নাগিন’ ছবির সেই গান। আর তা শুনেই মন্ত্রী শুরু করলেন নাচ; যাকে ‘নাগিন ড্যান্স’ হিসেবেই সবাই চেনে। মন্ত্রী দুই হাত ওপরে দিয়ে সাপের মতো ভঙ্গি করে নাচতে থাকেন। তাকে দেখে তার কর্মী-সমর্থকরাও নাচগানে মেতে ওঠেন। টানা ১০ মিনিট চলে ওই নাচ।
নাচ দেয়া কর্নাটকের আবাসনমন্ত্রী এমটিবি নাগরাজের বয়স ৬৭। তাতে কী! বয়সকে হার মানিয়ে নেতাকর্মীদের নিয়ে নেচেছেন তিনি। বুড়ো মন্ত্রীর নাচ দেখে সবাই মজা পেয়েছেন। পথচারীরাও অংশ নেন নাচে। মন্ত্রীর ওই নাচের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।ভারতে এমটিবি নামে পরিচিত কংগ্রেসের ওই নেতা দেশটির শীর্ষ রাজনীতিবিদদের একজন। তার সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা!
প্রসঙ্গত এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় আজ থেকে ২০টি রাজ্যের ৯১ আসনে ভোটগ্রহণ চলছে। ১৮ এপ্রিল দ্বিতীয় ধাপে ১৩ রাজ্যের ৯৭ আসনে, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ১৪ রাজ্যের ১১৫ আসনে, ২৯ এপ্রিল চতুর্থ ধাপে ৯টি রাজ্যের ৭১ আসনে, ৬ মে পঞ্চম ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে, ১২ মে ষষ্ঠ ধাপে ৭ রাজ্যের ৫৯ আসনে এবং ১৯ মে সর্বশেষ ধাপে ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে।সাত ধাপে ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.