পাখির প্রতিদিনের খাবার
১| সীড মিক্স
২| যেকোনো ১ টি শাক / পাতা : পালং / কলমি /পুদিনা পাতা / সজনে পাতা / নিম পাতা / লাল শাক / ধনে পাতা ইত্যাদি
৩| যেকোনো ১ টি সবজি : এসপারাগাস/ ব্রকোলি/ বরবটি/বাধা কপি/ মিষ্টি কুমড়া/ ঝিঙ্গা / চিচিঙ্গা/শসা/সজনে ডাটা /মটরশুটি/সীম/ সীম এর বিচি/ কাচা পেপে/ পটল/ ঢেঁড়শ
৪| যেকোনো ১ টি ফল : আপেল / স্ট্রবেরি/ ফুটি / তরমুজ/ পেপে/ নাশপাতি/ পেয়ারা /কামরাঙ্গা/ আমড়া
৫| কাটল ফিশবোন্ (সাগরের ফেনা)
৬| ফুটানো এবং ফিল্টার করা টাটকা পানি : সকালে ১ বার & সন্ধায় ১ বার বদলে দিবেন
৭| সজনে পাতা - সাপ্তাহিক 2 দিন (এতে প্রচুর পরিমানে ক্যালসিয়াম , প্রোটিন, সবরকমের ভিটামিন ও মিনারেল আছে)
৮| অঙ্কুরিত বীজ - সাপ্তাহিক ২ দিন
৯| সেদ্ধ বুটের ডাল - সাপ্তাহিক ২ দিন
১0| শুকনো কুমড়ো বীজ - সাপ্তাহিক ২ দিন
১১| ঘৃতকুমারী টুকরা - সাপ্তাহিক ২ দিন
১২| সপ্তাহে ১ বার অথবা চিকিত্সার প্রয়োজন অনুযায়ী - তুলসী দ্রবণ (ঠান্ডায়), aloe vera /ঘৃতকুমারী দ্রবণ (গরমে, হজম & পালকের সমস্যায়)| সকাল থেকে ৬ ঘন্টা রেখে এরপর বদলে দিয়ে সাধারণ পানি দিবেন|
*শাক সবজি ফল দেয়ার আগে সবসময় বড় একবাটি পানিতে ভালমত ডলে ধুবেন ৩ বার|
*ফল দেয়ার আগে বিচি ফেলে দিবেন|
পাখির সীডমিক্স অনুপাত -
বাজেরিগারঃ কাউন ৩ কেজি, চিনা ৫০০ গ্রাম, গুজি তিল ২৫০ গ্রাম, হেম্প সীড ১ কেজি [এতে প্রচুর প্রোটিন ও এমাইনো অ্যাসিড আছে যা পাখির জন্য অত্যন্ত উপকারী] , ক্যানারি বীজ ২৫০ গ্রাম। এছাড়া ঠাণ্ডা আবহাওয়া, শীতের সময়ে, পাখি যখন ব্রিডিং এ থাকে অথবা খুব দুর্বল হয়ে যায় শুধুমাত্র তখন ২৫০ গ্রাম সূর্যমুখী বীজ আপনার পাখির সীডমিক্স এ যোগ করতে পারেন।
ককাটিয়েল,লাভ বার্ড :
চিনা ২ কেজি, কাউন ১ কেজি , সূর্যমুখী বীজ ২৫০ গ্রাম, হেম্প সীড ১ কেজি [এতে প্রচুর প্রোটিন ও এমাইনো অ্যাসিড আছে যা পাখির জন্য অত্যন্ত উপকারী] , ক্যানারি ১ কেজি, গুজি তিল ২৫০ গ্রাম
ফিঞ্চ, জাভা: পোলাও ধান ১/২ কেজি, ক্যানারি ১ কেজি, গুজিতীল ২৫০ গ্রাম, চীনা ১/২ কেজি, কাউন ১ কেজি, তিসি ২৫০ গ্রাম|
গ্রিট (আলাদা পাত্রে দিবেন) - কাটল বোন্ গুড়া, লাইম স্টোন গুড়া, সামান্য ঝিনুক গুড়া, লাল পোড়া মাটি গুড়া )|
মিল ওয়ার্ম (সপ্তাহে ২ দিন দিতে পারলে ভালো )|
কবুতর : লাল গম, ছোলা, বাজরা, মুগ ডাল, মাসকলাই ডাল, চিনা, কালী মটর, দেশী মটর, রেজা, ক্যানারি, কালো সরিষা, হেম্প সীড , সূর্যমুখী বীজ (সামান্য), কুসুম বীজ (সামান্য), তিসি (সামান্য),
গ্রিট (আলাদা পাত্রে দিবেন) - কাটল বোন্ গুড়া, লাইম স্টোন গুড়া, সামান্য ঝিনুক গুড়া, লাল পোড়া মাটি গুড়া )
ডাভ/ ঘুঘু : পোলাও ধান ১/২ কেজি, ক্যানারি ১ কেজি, গুজিতীল ২৫০ গ্রাম, চীনা ১/২ কেজি, কাউন ১ কেজি, তিসি ২৫০ গ্রাম, সূর্যমুখী বীজ ২৫০ গ্রাম
গ্রিট (আলাদা পাত্রে দিবেন) - কাটল বোন্ গুড়া, লাইম স্টোন গুড়া, সামান্য ঝিনুক গুড়া, লাল পোড়া মাটি গুড়া )
টিয়া :
সিড মিক্স - মিষ্টি কুমড়ার বীজ, সামান্য সূর্যমুখী বীজ, কুসুম ফুলের বীজ, পোলাও ধান, চীনা, সরিষা, ক্যানারি, হেম্প সিড
অন্যান্য - ছোলা ভেজানো/ সিদ্ধ, মুগডাল, স্প্রাউট
ময়ূর:
ফল, শাক, সবজি, ঘাস, গম, ছোলা, ছোলার ডাল, মূগ ডাল, হেম্প সীড, মিল ওয়ার্ম , সরিষা, স্প্রাউট
*সীডমিক্স অবশ্যই ভালো করে ধুয়ে টানা ৩ দিন কড়া রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে।
*পাখিকে কখনই মুসুরের ডাল দিবেন না, এটাতে প্রচুর গ্যাস তৈরী হয় এবং পাখির ক্রপ ব্লক করে ফেলে
aloe vera/ঘৃতকুমারীর দ্রবনঃ ১ চামচ ঘৃতকুমারী এর নরম শাস চটকে নিয়ে ১ কাপ / ২৫০ মিলি পানিতে ৬-৭ ফোটা লেবুর রস ও ১ চামচ খাটি মধু মিশিয়ে দ্রবণ তৈরী করুন|এই দ্রবণটি পরিষ্কার পানির পাত্রে পাখিকে খেতে দিন। এটি ৬ ঘণ্টা পর্যন্ত পাখির খাঁচায় রাখা যাবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.