সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    রাজনীতিতে সৎ হোন: ম্যাক্রোকে এরদোগান

    রিসেপ তাইয়েপ এরদোগান

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে প্রথমেই রাজনীতিতে সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার আঙ্কারার কিজিলকাহামাম জেলায় বিচারপতি ও উন্নয়ন পার্টির (একে পার্টির) একটি বৈঠকে এরদোগান বলেন, আর্মেনিয়ার বিষয়টি গণহত্যাও ছিল না, আবার বড় একটি দুর্যোগও ছিল না, যা এক শতাব্দী আগে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছিল।এরদোগান বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে- ইউরোপ, আমেরিকা, উত্তর আফ্রিকা, ককেশাসজুড়ে লাখ লাখ আর্মেনিয়ান বাস করত না।

    তিনি বলেন, বলকান যুদ্ধের সময় ২০ লাখ বেসামরিক তুর্কি মানুষ নিহত হয়েছেন, যেখানে রাশিয়ান ও আর্মেনিয়ান আক্রমণের সময় পূর্ব ও দক্ষিণ-পূর্ব আনাতোলিয়ায় ২০ লাখ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছিল।এতকিছুর পরও ২৪ এপ্রিলকে তথাকথিত আর্মেনিয়ান গণহত্যা ঘোষণা করায় এরদোগান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমালোচনা করেন।এরদোগান এ সময় ম্যাক্রোকে ঔপনিবেশিক যুগে ফরাসি সেনাদের দ্বারা সংঘটিত গণহত্যার ওপর মনোযোগ দেয়ার পরামর্শ দেন।প্রথমেই রাজনীতিতে সৎ হতে শেখেন, তা ছাড়া জয়ী হতে পারবেন না, ম্যাক্রোকে উপদেশ দিয়ে বলেন এরদোগান।

    সূত্র- ডেইলি সাবাহ

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !