নিজের ভুলে ভোট দিতে পারছেন না কোহলি!
চলতি লোকসভা নির্বাচনে নিজের ভোটটি দিতে পারছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নিজের ভুলেই এমনটা হতে চলেছে বলে জানা গেছে।ভোট পর্ব শুরুর আগে বিরাট-রোহিত-ধোনিদের কাছে বিশেষ অনুরোধ রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিশেষ অনুরোধে মোদি বলেন, তরুণ-যুবাদের ভোটদানে আগ্রহী করে তুলতে এগিয়ে আসুক ক্রিকেটাররা। ভোট দেওয়ার আবেদনে কোহলি কতটা প্রভাব ফেলতে পারলেন জানা নেই, কিন্তু নিজে এবার ভোট মিস করতে চলেছেন।কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে মুম্বইয়ের ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ করে উঠতে পারেননি কোহলি। ফলে এবার আর ভোট দেওয়া হচ্ছে না তার।
নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে, অনলাইনে বিরাট কোহলি আবেদন জমা দিলেও শেষ পর্যন্ত ভারত অধিনায়ক ভোট দিতে পারবেন না। কারণ নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় এই আবেদন মঞ্জুর করা সম্ভব হয়নি। ফলে এবারের নির্বাচনে দেশ গড়ার কাজে নিজের মত জানাতে পারার সুযোগ পাচ্ছেন না কোহলি।প্রসঙ্গত, জন্মসূত্রে কোহলি দিল্লির নাগরিক হলেও কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময়ই এখন মুম্বাইয়ে থাকেন। কোহলির স্ত্রী আনুশকাও কর্মসূত্রে মুম্বাাইয়ের বাসিন্দা। সে কারণে মুম্বাইয়েই ওরলি থেকে ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিলেন কোহলি।ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ছিল ৩০ মার্চ। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণেই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা জিতে না পারায় সমস্যায় পড়লেন কোহলি। তফসিল অনুযায়ী, মুম্বাইয়ের ওরলিতে ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.