সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    নুসরাত হত্যা: ৩ দফা সময় বাড়লেও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন

    নুসরাত হত্যা: ৩ দফা সময় বাড়লেও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন

    ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় তিন দফা সময় বাড়লেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি ফেনী জেলা প্রশাসনের তদন্ত কমিটি।মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিমকে এ কমিটির প্রধান রাখায় সঠিক তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন নুসরাতের স্বজনসহ এলাকাবাসী।নুসরাতের স্বজনরা এরই মধ্যে এনামুল করিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন, নিপীড়নের ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে তিনি অভিযুক্ত নিপীড়ক অধ্যক্ষ এসএম সিরাজউদ্দৌলার পক্ষ নিয়েছিলেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ মার্চ নুসরাতকে যৌন নিপীড়ন করার ঘটনায় মামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাইক্লোন শেল্টার ভবনের তিনতলার ছাদে নিয়ে নুসরাতের গায়ে আগুন দেয়া হয়। পর দিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করে জেলা প্রশাসন।ওই কমিটিতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহকে সদস্য করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।তিন কার্যদিবস শেষ হলেও কাজ শুরুই করতে পারেনি কমিটি। এর পর ১০ এপ্রিল জেলা প্রশাসক বরাবর তদন্ত কমিটির প্রধান এনামুল করিম আরও সাত দিন সময় বাড়ানোর আবেদন করেন। পরে জেলা প্রশাসক সাত কার্যদিবস মেয়াদ বাড়ান।

    সেই মেয়াদে প্রতিবেদন তৈরি করতে না পারায় কমিটি আরও সময় বাড়ানোর আবেদন করে। জেলা প্রশাসক আরও সময় বাড়ান, যে মেয়াদ শেষ হয়েছে ২১ এপ্রিল।তবে লক্ষণীয় যে, ২৯ এপ্রিল পর্যন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেনি।এ ব্যাপারে কমিটির প্রধান পিকেএম এনামুল করিম বলেন, তদন্তকাজ শেষ করা হলেও নানা ব্যস্ততায় প্রতিবেদন তৈরি এখনও সম্ভব হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে বলে তিনি জানান।

    এ বিষয়ে জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, তদন্ত দলের প্রধান একটি প্রশিক্ষণে জেলার বাইরে অবস্থান করায় কিছুটা দেরি হচ্ছে। অতি দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি করে গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে বলে তিনি জানান।গত ২৭ মার্চ রাফির ওপর যৌন হয়রানির দায়ে তার মায়ের করা মামলায় সিরাজকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল রাফি আলিম পরীক্ষা দিতে গেলে মাদ্রাসার চারতলা ভবনে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় সিরাজের অনুসারীরা।১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন মারা যান তিনি।১০ এপ্রিল আদালত মামলাটি তদন্তেন জন্য পিবিআইকে দায়িত্ব দেন। পুলিশ ২১ জনকে গ্রেফতার করেছে। ৯ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !