শ্রীলংকায় সামরিক উর্দিতে আরও পাঁচ স্থানে হামলার পরিকল্পনা!

শ্রীলংকায় সামরিক উর্দি পরে আরও পাঁচ জায়গায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেছে ইসলামি জঙ্গিগোষ্ঠী। এমন সতর্কতা জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। কর্তৃপক্ষ বলছে, রোববার বা সোমবার এ হামলা হতে পারে।একটি চিঠিতে পুলিশের মন্ত্রিপরিষদ নিরাপত্তা বিভাগের (এমএসডি) প্রধান বলেছেন, ফের একযোগে অনেক হামলা হতে পারে। আইনপ্রণেতা ও অন্যান্য নিরাপত্তা শাখাগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়। সোমবার চিঠিটি রয়টার্স দেখেছে বলে জানিয়েছে।
চিঠিতে দেওয়া তথ্যে বলা হয়, ওই হামলায় জঙ্গিরা উর্দি এবং ভ্যান ব্যবহার করতে পারে।এদিকে দেশটিতে অল্পসংখ্যক মুসলিম নারীরা মুখে নিকাব পরে। ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে।সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। নতুন এ নিষেধাজ্ঞার কারণে দেশটির মুসলিম নারীরা এখন থেকে আর বোরকা, নিকাব বা মুখঢাকা পোশাক পরে বাইরে বেরোতে পারবেন না। তবে মাথায় ওড়না বা হিজাব পরতে পারবেন।
২১ এপ্রিল শ্রীলংকায় কয়েকটি গির্জা ও হোটেলে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দেশটি দাবি করছে, এ হামলায় স্থানীয় ইসলামি জঙ্গিরা জড়িত। এ হামলায় ২৫৩ জন নিহত হন। এর মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন ৪০ জন। হামলায় পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.