সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দেখে-শুনে রাস্তা পার হচ্ছেন তো?

    দেখে-শুনে রাস্তা পার হচ্ছেন তো?
    প্রগতি সরণিতে এইতো কিছু দিন অাগে সকালে সড়ক পার হওয়ার সময় সু-প্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এ সময় তাকে হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বিইউপির শতাধিক শিক্ষার্থী। শুধু আবরার নয় প্রতিদিনই সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে অনেক মানুষ। সড়কে কিছুতেই থাকছে না মৃত্যুর মিছিল। আমরা প্রতিনিয়ত প্রিয়জন হারাচ্ছি। প্রিয়জন হারানোর যন্ত্রণা বড় বেদনার।

    সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। আপনার পথচলা নিরাপদ করতে সবার আগে আপনাকে সচেতন হতে হবে।আমাদের প্রত্যেকের উচিত দেখে-শুনে রাস্তা পার হওয়া।মানুষের ব্যস্ততা প্রতিনিয়ত বাড়ছে। ব্যস্ততা সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্যাম ও সড়ক দুর্ঘটনা।সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণের মধ্যে অন্যতম হচ্ছে রাস্তা পারাপার।রাস্তা পার হওয়ার সময় অনেক গাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে।কারণ আমাদের অনেকেই রাস্তা পারাপারে সময় কোনো নিয়ম মানতে চায় না। ওভার ব্রিজে উঠতে মানুষ খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না ফলে রাস্তার পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।এছাড়া অদক্ষ চালকেদের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক।

    বিশ্লেষকরা বলছেন, অল্প দক্ষ বা অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে যাতে জীবনহানি না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরিবার সবসময়ই চায় আপনি এবং আপনার প্রিয় গাড়ি দুটোই থাকুক নিরাপদ।সড়ক দুর্ঘটনা আমাদের জীবনের আলো নিভিয়ে দিতে পারে যেকোনো সময়। অন্য কেউ খেয়াল রাখবে, আমাকে নিরাপদ রাখতে, এটা না ভেবে আসুন নিজেই সতর্ক হই। নিরাপদে থাকি।

    আসুন জেনে নেই রাস্তা পারাপারে সময় যেসব নিয়ম মেনে চলা অবশ্যক।

    ১. রাস্তার পর হওয়ার সময় ফোনে কথা বলবেন না।

    ২. রাস্তার পর হওয়ার সময় জেব্রা ক্রসিং করুন।

    ৩. জেব্রা ক্রসিং না থাকলে ফুটওভারব্রিজ ব্যবহার করুন।

    ৪. রাস্তায় পার হওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণের লাইটের সংকেত দেখে নিন।

    ৫. লাল, হলুদ ও সবুজ বাতির সংকেত মেনে চলুন।

    ৬. গণপরিবহনে ওঠা ও নামার সময় সতর্ক থাকুন।

    ৭. রাস্তার দিয়ে হাঁটার সময় বাম ও ডানপাশ দিয়ে নিয়ম অনুযায়ী হাঁটুন।

    ৮. ফুটপাত দিয়ে বাইক চালাবেন না।

    ৯. গাড়ি চালানোর সর্তক থাকুন।

    ১০. ট্রাফিক আইন মেনে চলুন।

    সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে উপরের বিষয়গুলো মেনে চলুন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !