সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    চাঁদের বুকে বিধ্বস্ত হলো ইসরায়েলি মহাকাশযান

    ইসরাইলের মহাকাশযান

    চাঁদে নামার আগ মুহূর্তেই বিধ্বস্ত হয়েছে বেরেশিট নামের ইসরাইলি একটি মহাকাশযান।ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত বিশ্বের এই প্রথম চন্দ্রাভিযানটির মূল ইঞ্জিন অকার্যকর হয়ে পড়ার কারণেই বৃহস্পতিবার এটি চাঁদের বুকে আছড়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

    ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার অফার ডরন বলেন, মহাকাশযানটিতে আমাদের একটি ব্যর্থতা ছিল। এ কারণেই আমরা দুর্ভাগ্যবশত চাঁদে সফলভাবে অবতরণ করতে পারিনি।এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক মরিস কাহন বলেন, আমরা এটি করতে পারিনি; কিন্তু আমরা চেষ্টা করেছি। আমরা যা পেয়েছি সেটিও অসাধারণ ছিল। আমি মনে করি, এ জন্য আমরা গর্ব করতে পারি।

    চাঁদের ছবি তোলা এবং পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্যই ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছিল। বেরেশিট যদি সফলভাবে চাঁদে অবতরণ করতে পারত, তা হলে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশের স্বীকৃতি পেত ইসরাইল।এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন সরকার পরিচালিত মহাকাশ গবেষণা সংস্থার যানই কেবল সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে।

    সূত্র-নিউইয়র্ক টাইমস

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !