সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিনা পয়সার যে খাবারটি আজীবন যৌবন ধরে রাখে, নতুন চুল গজায় !


    . পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই নিয়মিত খেলে যে কোনও পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে পেট নিয়ে কোনও দিনও সমস্যায় ভুগতে হয় না

    . শুধু পেটই নয়, আলসার, এগজিমা, হাঁপানি-সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে ত্বকেও জেল্লা বাড়ে

    . থানকুনি পাতায় থাকে Bacoside A B Bacoside B মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়

    . থানকুনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে
    . মৃতকোষের ফলে চামড়ায় অনেক সময়ই শুষ্ক ছাল ওঠে রুক্ষ হয়ে যায় থানকুনি পাতার রস মৃতকোষগুলিকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয়
    . পুরনো ক্ষত কোনও ওষুধেই না সারলে, থানকুনি পাতা সিদ্ধ করে তার জল লাগালে সেরে যায় সদ্য ক্ষতে থানকুনি পাতা বেটে লাগালে, ক্ষত নিরাময় হয়ে যায়
    . থানকুনি পাতা চুল পড়া আটকে দেয় এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে
    . বয়স বাড়লেও, যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস প্রতিদিন একগ্লাস দুধে - চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে, চেহারায় লাবণ্য চলে আসে আত্মবিশ্বাসও বেড়ে যায়
    . দাঁতের রোগ সারাতেও থানকুনির জুড়ি মেলা ভার মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁতে ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে, তারপর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায় চটজলদি


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !