সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    শ্রীলঙ্কায় হামলা: ৩ বছর আগেই গোয়েন্দাদের সতর্ক করেছিল মুসলমানরা

    শ্রীলঙ্কায় হামলা: ৩ বছর আগেই গোয়েন্দাদের সতর্ক করেছিল মুসলমানরা

    শ্রীলঙ্কার বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনার পেছনে দেশটির ইসলামি সংগঠন জাতীয় তাওহিদ জামায়াতকে দায়ী করছে দেশটির সরকার।অথচ সংগঠনটির এমন কার্যক্রম সম্পর্কে তিন বছর আগেই গোয়েন্দাদের তথ্য দিয়েছিল মুসলমানরা। শ্রীলঙ্কার মুসলিম কাউন্সিলের সহ-সভাপতি হিলমি আহমেদ এ তথ্য জানান। 
    তিনি বলেন, এ বিদ্রোহী গোষ্ঠীটির কার্যক্রম নিয়ে গোয়েন্দা সংস্থাকে জানিয়েছিলাম। এরপর তিনটি বছর পার হয়ে গেছে।কলম্বো থেকে ফোনে আহমেদ ব্লুমবার্গকে বলেন, এ গ্রুপটি অমুসলিম সম্প্রদায়ের ওপর হামলা চালাতে উৎসাহিত করতেন। তারা বলতেন, ধর্মের নামে অন্যদের হত্যা করতে হবে। কাজেই বছর তিনেক আগে আমি ব্যক্তিগতভাবে গিয়ে এ সংক্রান্ত সব নথি গোয়েন্দাদের দিয়েছিলাম।

    ‘এতে উসকানিদাতাদের নাম ও বিস্তারিত তথ্য ছিল। এ নিয়ে তারা বসেছিলেন, এটিই ঘটনার মর্মান্তিক দিক, ’ বললেন এ হিলমি আহমেদ।তিনি বলেন, জাতীয় তাওহিদ জামায়াতের নেতারা ব্যক্তিগতভাবে তহবিলের খোঁজে নামলে পরে এটি বিভিন্ন গোষ্ঠীতে ভেঙে যায়। যদিও তাদের সবাই মৌলবাদী না, কিন্তু চিন্তাগতভাবে গ্রুপটি চরমপন্থী।

    উল্লেখ্য, রবিবার ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের ৩টি গির্জা, ৩টি পাঁচ তাঁরা হোটেল ও আরও দুটি স্থানে একযোগে বোমা হামলায় সন্ত্রাসীরা। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৩১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জন।


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !