ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। রবিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।দেশটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, বেংকুলু প্রদেশের নয়টি জেলায় বৈরি আবহাওয়ার কারণে শত শত ভবন, ব্রিজ ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১২ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও ক্ষতির পরিমাণ পুরোপুরি জানা সম্ভব হয়নি। এছাড়া ক্ষতিগ্রস্ত সব এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপনও করা যায়নি।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপো পুরও নুগরুহো বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষয়-ক্ষতির পরিমাণ বাড়তে পারে। বন্যায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, বৃষ্টি বেড়ে গেলে আবারও বন্যা ও ভূমিধস দেখা দিতে পারে। এছাড়া তিনি বৈরি আবহাওয়ার কারণে পরবর্তী দুর্যোগ হিসেবে বিশুদ্ধ পানি ও পরিচ্ছন্নতার অভাবে চর্মরোগ ও সংক্রমণের আশঙ্কা ব্যক্ত করেন তিনি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.