সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিআরটিসিতে ৬০৫ চালক নিয়োগ

    বিআরটিসিতে ৬০৫ চালক নিয়োগ

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে (বিআরটিসি) বাস/ ট্রাক চালক পদে ৬০৫ জনকে নিয়োগ দেয়া হবে। এ জন্য বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিটি ২১ মার্চে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পাওয়া যাবে। এ পদে আবেদন করা যাবে ১৫ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।

    আবেদনের যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী চালক পদে আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। এছাড়াও প্রার্থীকে যানবাহনের প্রাথমিক মেরামত, রুটিন রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ, পরিযানবিধি ও মহাসড়ক সম্পর্কে ধারণা থাকতে হবে।

    আবেদনকারীর বয়সঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬ নভেম্বর, ২০১৮ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর। এ পদে কেবল বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

    আবেদন প্রক্রিয়াঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে আবেদনের জন্য প্রার্থীকে নিজের নাম, পিতার নাম ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নম্বরসহ, জন্ম তারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, জাতীয় পরিচয়পত্রের বা জন্মসনদের নম্বর, অভিজ্ঞতার বিবরণ, তারিখ ও স্বাক্ষরসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্রের বা জন্মসনদের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি স্পষ্ট সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করে দিতে হবে। ‘চেয়ারম্যান, বিআরটিসি’ পরিবহন ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ বরাবর যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনে উল্লেখসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র সংযুক্ত করে দিতে হবে।

    আবেদনের শেষ তারিখঃ আবেদনপত্র আগামী ১৫ এপ্রিল, ২০১৯ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের খামের উপরে পদের নাম, প্রার্থীর নিজ জেলার নাম এবং মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটায় আবেদন করলে তা উল্লেখ করে দিতে হবে।

    যারা আবেদন করতে পারবেন নাঃ জেলা কোটা পূর্ণ থাকায় বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, নড়াইল, মাগুড়া ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেন করার প্রয়োপন নেই।

    বেতন-ভাতাঃ প্রার্থীদের নিয়োগের জন্য লিখিত, ড্রাইভিং টেস্ট ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে ২৪ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা পাবেন। এছাড়াও নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !