সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ইরানের সংসদ সদস্যদের অভিনব প্রতিবাদ

    ইসলামী বিপ্লবী বাহিনীর ইউনিফর্ম পরিহিত ইরানি সংসদ সদস্যরা। ছবি: ইরনা

    ইসলামী বিপ্লবী বাহিনীকে (আইআরজিসি) যুক্তরাষ্ট্র কর্তৃক বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণায় অভিনব প্রতিবাদ জানিয়েছে ইরানের সংসদ সদস্যরা।মঙ্গলবার দেশটির সংসদ ভবনে আইআরজিসির ইউনিফর্ম পরে বাহিনীটির প্রতি সর্বাত্মক সমর্থন জানান দেশটির সব সংসদ সদস্য। এ সময় তারা ‘আমেরিকা নিপাত যাক ইসরাইল ধ্বংস হোক’ বলে স্লোগান দেন।ইসলামী বিপ্লবী বাহিনীর ইউনিফর্ম পরিহিত ইরানি সংসদ সদস্যদের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। ছবিতে দেখা যায়, সংসদ সদস্যরা আইআরজিসির ইউনিফর্ম পরে সংসদে প্রবেশ করছেন। সংসদের ভেতরেও নিজেরা বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে অনলাইনে দিচ্ছেন। পরে স্পিকারের সঙ্গে একসঙ্গে ছবি তুলেন সংসদ সদস্যরা।


    ইরানি সংসদের স্পিকার পরিষদের সদস্য আহমাদ আমিরাবাদি ফারাহানির বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার প্রতিবাদে ইউনিফর্ম পরার পরিকল্পনা নেয়া হয়।এ বিষয়ে সংসদ সদস্যদের ব্যাপক আগ্রহ দেখা গেলে আইআরজিসি থেকে তাদের ইউনিফর্ম পরার অনুমতি নেওয়া হয়।ইরানি সংসদ সদস্যরা জানিয়েছেন, ইরানের সব মানুষ আইআরজিসিকে ভালোবাসে, এ প্রতিবাদের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে সেই বার্তাই দিতে চেয়েছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !