সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    গোসলে অনীহা স্বামীর, ডিভোর্স চান স্ত্রী

    divorce-madhya-pradesh


    গোসল না করার অভিযোগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর জানা গেছে। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভুপালে। স্বামী থেকে ডিভোর্স চাওয়ার কারণ হিসেবে ওই নারী আদালতে অভিযোগ করেন, সপ্তাহে একদিন গোসল করেন তার স্বামী। ভালো করে দাঁড়ি কামায় না। দুর্গন্ধে বাড়িতে জীবনযাপন মুশকিল হয়ে পড়েছে।স্ত্রীর এমন অভিযোগ শুনে বিচারক যতবারই তাকে সিদ্ধান্ত দিতে সময় নিতে বলেছেন, ততবারই ওই নারী একই কথা উচ্চারণ করেছেন আদালতে- স্বামীর সঙ্গে সংসার করা মোটেই সম্ভব নয়; ডিভোর্স চাই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০১৮ সালে বিয়ে হয়েছিল তাদের। পারিবারিকভাবেই সিন্ধি সম্প্রদায়ের ওই তরুণের (২৫) সঙ্গে ব্রাহ্মণ সম্প্রদায়ের তরুণীর (২২) বিয়ে হয়। প্রথম দিকে বেশ ভালোই চলছিল সংসার। কিন্তু এর পরই প্রকাশ পেতে থাকে স্বামীর অপরিচ্ছন্ন স্বভাবের বিষয়টি। গত ৬ মাস ধরে স্বামীকে অনেক বোঝানোর পরও তিনি স্ত্রীর কথা কানে দেননি।

    অবশেষে বিচ্ছেদের আর্জি জানিয়ে ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা ঠুকে দেন স্ত্রী। জানা গেছে, এ কারণে এখনই বিচ্ছেদ নয়, আপাতত দু'জনকে ছয় মাসের আলাদা থাকার নির্দেশ দিয়েছেন বিচারক আরএন চাঁদ। এ সময়ের মধ্যে তাদের কাউন্সেলিং চলবে।কোর্ট কাউন্সিলর সাহিল অবস্তী জানিয়েছেন, ঘটনাটি আদালতে গড়ানোয় অনেকটাই অনুতপ্ত অভিযুক্ত স্বামী। এখন থেকে স্ত্রীর কথামতো চলবেন বলে আগ্রহ প্রকাশ করলেও স্ত্রী তার সিদ্ধান্তে অনড় রয়েছেন।এর আগেও ২০১৬ সালে ভারতের উত্তরপ্রদেশের মেরুতে স্বামী দাঁড়ি কামায় না বলে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল স্ত্রী।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !