সমকামিতা প্রমাণিত হলে শাস্তি হবে মৃত্যুদণ্ড

সমকামিতা প্রমাণিত হলে তার জন্য দেওয়া হবে মৃত্যুদণ্ড। আর সেই দণ্ডের বীভৎসতা জনসমক্ষে তুলে ধরতে পাথর ছুঁড়ে ক্ষতবিক্ষত করতে করতে মারা হবে যুগলকে। পাথর ছোড়ার এই শাস্তি দাঁড়িয়ে দেখবে সে দেশের মানুষ। এই নির্মম শাস্তি ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই।মূলত মুসলিম অধ্যুষিত দেশ ব্রুনাই। জনসংখ্যা চার লক্ষের কাছাকাছি। শরিয়ত আইনের কঠোর বিধি মেনে চলে দেশটি। যাবতীয় আইনকানুনের মাথা সে দেশের সুলতান হাসানল বোলকিয়া। ১৯৬৭ সাল থেকে মসনদে রয়েছেন তিনি। সম্প্রতি সমকামিতা নিয়ে এমন আইন জারি করেছেন হাসানল। শুধু সমকামিতা নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রেও দেওয়া হবে কঠোর শাস্তি।
আগামী ৩ এপ্রিল থেকে দেশে কার্যকর হবে এমন আইন। সমকামিতা এবং বিবাহ বহির্ভুত সম্পর্ক রোধ করতেই এই আইন কার্যকরী করা হচ্ছে বলে জানিয়েছেন হাসানল। ব্রুনেইয়ের প্রশাসন সূত্রে খবর, এই আইনটি প্রণয়নের কথা প্রথম ঘোষণা করা হয় ২০১৪ সালে। পরে ২০১৮ সালে ব্রুনেইয়ের একটি সরকারি ওয়েবসাইটে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের কথা ফলাও করে লেখা হয়। মদ এমনিতেই নিষিদ্ধ ব্রুনেইতে। চুরি বা ডাকাতির শাস্তি হিসেবে অঙ্গচ্ছেদের বিধানও আছে দেশে। এবার তার সঙ্গে যুক্ত হল সমকামিতা। শরিয়তি বিধি মেনে এমন আইন শুধু ব্রুনাইতেই নয়, রয়েছে তার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। ২০০১ সালে ইন্দোনেশিয়ায় জুয়া, মদ কিংবা সমকামে জড়িত থাকাকে শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.