সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বাণী চিরন্তনী




    যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শণিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী চিরন্তনী বলে জানি। আজ এমন কজন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী দেয়া হলো:
    * যে ব্যক্তি তার গোপনীয় কথা গোপন রাখে না, সে তার নিরাপত্তার ব্যবস্থা করে না। - হযরত ওমর ফারুক রাঃ
    * পৃথিবীটা একটা বিরাট নাট্যমঞ্চ। সব মানুষ আর মেয়ে মানুষেরা তার অভিনেতা আর অভিনেত্রী। - শেক্সপিয়র
    * অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন ব্যতীত শিক্ষাজীবনে সুফল লাভ করা যায় না। - ড. মুহাম্মদ শহীদুল্লাহ
    * একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। - জর্জ লিললো
    * তুমি নিজেকে যতটা ভালো পরামর্শ দিতে পার অন্য কেউ ততটা পারে না। - আর্থারহেল্প
    * শত্রু যদি জ্ঞানীও হয় তবুও তার কাছে পরামর্শ নিওনা। - স্যার জন উইলঘট



    মুসলিম মনীষী ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইবনে তাইমিয়্যাহ এর কিছু বাণী:
    * যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। ইবনে তাইমিয়্যাহ
    * সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য্য হলো অভিযোগ না রেখে ধৈর্য্য ধারণ করা। ইবনে তাইমিয়্যাহ
    * একজন মানুষের অন্তর যদি রোগগ্রস্ত না হয় তাহলে সে কোনদিন, কোন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। ইবনে তাইমিয়্যাহ
    * যখন কোন ছেলে এবং মেয়ে মেলামেশা করে, তখন তা হয় আগুন এবং কাঠ সংস্পর্শে রাখার মতন। ইবনে তাইমিয়্যাহ
    * ঈমানদারদের জীবন ক্রমাগত বিভিন্ন কঠিন পরীক্ষার মুখোমুখি করানো হয় তাদের ঈমানকে বিশুদ্ধ এবং তাদের পাপকে মোচন করানোর জন্য। কারণ, ঈমানদারগণ তাদের জীবনের প্রতিটি কাজ করেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য; আর তাই জীবনে সহ্য করা এই দুঃখ-কষ্টগুলোর জন্য তাদের পুরষ্কার দেয়া আল্লাহর জন্য অপরিহার্য হয়ে যায়। ইবনে তাইমিয়্যাহ
    * তাওহীদের (একত্ববাদ) সাক্ষ্য বহন ভাল কাজ ও পাপ থেকে অনুশোচনার দ্বার খুলে দেয় এবং মন্দ কাজের দ্বার বন্ধ করে দেয়। ইবনে তাইমিয়্যাহ



    যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শণিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী চিরন্তনী বলে জানি। আজ এমন কজন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী দেয়া হলো:
    * কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?- কৃষ্ণচন্দ্র মজুমদার
    * দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। - রুদ্র গোস্বামী
    * কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়, এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে। - হুমায়ূন আহমেদ
    *সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। - হুমায়ূন আহমেদ
    * মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার। - পিথাগোরাস

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !