বাণী চিরন্তনী
যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শণিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে
জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী
চিরন্তনী বলে জানি। আজ এমন ক’জন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী
দেয়া হলো:
* যে ব্যক্তি তার গোপনীয় কথা গোপন রাখে
না, সে তার নিরাপত্তার ব্যবস্থা করে না। - হযরত ওমর ফারুক
রাঃ
* পৃথিবীটা একটা বিরাট নাট্যমঞ্চ। সব
মানুষ আর মেয়ে মানুষেরা তার অভিনেতা আর অভিনেত্রী। - শেক্সপিয়র
* অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন ব্যতীত
শিক্ষাজীবনে সুফল লাভ করা যায় না। - ড. মুহাম্মদ শহীদুল্লাহ
* একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত
সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে
না। - জর্জ লিললো
* তুমি নিজেকে যতটা ভালো পরামর্শ দিতে
পার অন্য কেউ ততটা পারে না। - আর্থারহেল্প
* শত্রু যদি জ্ঞানীও হয় তবুও তার কাছে
পরামর্শ নিওনা। - স্যার জন উইলঘট
মুসলিম মনীষী ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইবনে
তাইমিয়্যাহ এর কিছু বাণী:
* যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর
দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে
আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। – ইবনে তাইমিয়্যাহ
* সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায়
নেয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য্য হলো অভিযোগ না রেখে ধৈর্য্য ধারণ করা। – ইবনে তাইমিয়্যাহ
* একজন মানুষের অন্তর যদি রোগগ্রস্ত না
হয় তাহলে সে কোনদিন, কোন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া
তা’আলা ছাড়া অন্য কাউকে ভয়
পাবে না। – ইবনে তাইমিয়্যাহ
* যখন কোন ছেলে এবং মেয়ে মেলামেশা করে,
তখন তা হয় আগুন এবং কাঠ সংস্পর্শে রাখার মতন। – ইবনে তাইমিয়্যাহ
* ঈমানদারদের জীবন ক্রমাগত বিভিন্ন
কঠিন পরীক্ষার মুখোমুখি করানো হয় তাদের ঈমানকে বিশুদ্ধ এবং তাদের পাপকে মোচন
করানোর জন্য। কারণ, ঈমানদারগণ তাদের জীবনের প্রতিটি কাজ
করেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য; আর তাই জীবনে
সহ্য করা এই দুঃখ-কষ্টগুলোর জন্য তাদের পুরষ্কার দেয়া আল্লাহর জন্য অপরিহার্য হয়ে
যায়। – ইবনে তাইমিয়্যাহ
* তাওহীদের (একত্ববাদ) সাক্ষ্য বহন ভাল
কাজ ও পাপ থেকে অনুশোচনার দ্বার খুলে দেয় এবং মন্দ কাজের দ্বার বন্ধ করে দেয়। – ইবনে তাইমিয়্যাহ
যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শণিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী চিরন্তনী বলে জানি। আজ এমন কজন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী দেয়া হলো:
* কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?- কৃষ্ণচন্দ্র মজুমদার
* দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত
গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। - রুদ্র
গোস্বামী
* কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী
তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়,
এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে। - হুমায়ূন
আহমেদ
*সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে,
মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। -
হুমায়ূন আহমেদ
* মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে,
একটি দুঃখের অপরটি ছলনার। - পিথাগোরাস
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.